১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে।
জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে মি. আইনস্টাইন সে সম্পর্কে উপদেশ দিয়েছিলেন।
তিনি মন্তব্য করেন, দীর্ঘদিনের বাসনা পূরণ হলেই যে কেউ সুখী হবে এমন কোন কথা নেই।
মি. আইনস্টাইন ১৯২২ সালে টোকিওতে এক ক্যুরিয়ার কর্মীকে এই নোট বখশিশ হিসেবে দিয়েছিলেন।
তিনি সে সময় জাপানে এক লেকচার ট্যুরে ছিলেন।সেদিনই তিনি জানতে পারেন যে পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরষ্কার পেয়েছেন।এই খবর পাওয়ার পর একজন ক্যুরিয়ার কর্মী তার কাছে আসেন কিছু একটা ডেলিভারি দিতে।
কিন্তু সে সময় বখশিশ দেয়ার কোন নগদ অর্থ বিজ্ঞানীর পকেটে ছিল না।বখশিশের পরিবর্তে টোকিওর ইম্পেরিয়াল হোটেলের ছাপ দেয়া এক কাগজের ওপর তিনি একটি ছোট্ট নোট লিখে তাতে সই করেন।

নোটটি ঐ কর্মীর হাতে দেয়ার সময় তিনি বলেছিলেন যে ভাগ্যবান হলে এই নোট থেকেই একদিন তিনি প্রচুর অর্থ পাবেন।নোটে লেখা ছিল:
 "সাফল্যের পেছনে ছোটা এবং তার জন্য জীবনে যে অস্থিরতা আসে তার চেয়ে সুস্থির ও সাদাসিধে জীবন অনেক বেশি শান্তি বয়ে আনবে।"
মি. আইনস্টাইনের হাতে লেখা দ্বিতীয় একটি নোটও নিলামে তোলা হয়। এতে লেখা ছিল: "ইচ্ছে থাকলে উপায় হয়।"
নিলামে এই নোটটি বিক্রি হয় ২৪০,০০০ ডলারে।নিলামকারী সংস্থার কর্মকর্তা বলছেন, যে দর ঠিক করা হয়েছিল নিলামে তার চেয়েও বেশি ডাক উঠেছে।তারা বলছেন, দুটি নোটের একটি কিনেছেন ইয়োরোপের একজন নাগরিক, যিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক।আর ঐ নোটটি বিক্রি করেছেন সেই ক্যুরিয়ার কর্মীর ভাতিজা।




অ্যালবার্ট আইনস্টাইনের আরও কিছু অমর বাণী:
  • যে চিন্তার ফসল হিসেবে আমরা কোন সমস্যা তৈরি করি, সেই একই চিন্তুা দিয়ে সেই সমস্যাটির সমাধান করা যায় না।
  • প্রকৃত বুদ্ধিমত্তার চিহ্ন জ্ঞান নয়, কল্পনাশক্তি।
  • প্রকৃতি আমাদের কাছে এ পর্যন্ত যা প্রকাশ করেছে, তার এক হাজার ভাগের এক ভাগও আমরা সে সম্পর্কে জানি না।
  • সুন্দরী নারীর কাছে থাকলে এক ঘন্টাকে মনে হয় এক সেকেন্ড, আর গরম কয়লার ওপর এক সেকেন্ড থাকলে মনে হয় এক ঘন্টা। এটাই রিলেটিভিটি।    
  • তথ্যসূত্র ঃ- Click Here              

প্রেমের আশ্চর্য্য কিছু প্রভাব



 প্রেমে পড়লে শরীরে তার কী কী প্রতিক্রিয়া হয়? হৃদস্পন্দন বেড়ে যায়, হাত ঘামতে থাকে, পেটের ভেতর কেমন শিরশির করে-এসব তো সিনেমার পর্দা মারফত্‍ সকলেরই প্রায় জানা হয়ে গিয়েছে। বাস্তবে বিজ্ঞানীরা দেখেছেন, এক ধরণের হরমোন আমাদের মনে উত্তেজনা ছড়ায় আর তার প্রতিক্রিয়া হিসেবেই ওইসব ঘটে। যে হরমোনের জন্য মন এত উতলা হয় তার নাম কী?
আদতে প্রেমে পড়লে দেহ-মনে যেসব প্রতিক্রিয়া হয় তার জন্য দায়ী টেস্টোস্টেরন নামের এক হরমোন। কোনেও মানুষ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হলে টেস্টোস্টেরন বাড়তে শুরু করে। প্রেমের ওই প্রাথমিক ধাপেই দেখা দেয় হৃত্‍স্পন্দন বেড়ে যাওয়া, হাত কাঁপার মতো উপসর্গগুলো। দেখা গেছে, প্রেমে পড়া মানুষের দেহে অন্য সব মানুষের তুলনায় টেস্টোস্টেরন অনেক বেশি থাকে।
প্রেমের সর্বোচ্চ পর্যায়ে কাজে নেমে পড়ে ডোপামিন। এই হরমোন-এর অন্য নাম, 'সুখের হরমোন'। শুধু প্রেমে পড়লেই যে এই হরমোন ক্রিয়াশীল হয় তা কিন্তু নয়, কোকেন বা সিগারেটের নেশা করলেও ডোপামিন উজ্জীবিত হয়।

কুকুর টুইট করে রাহুল গান্ধীর হয়ে!


এ কারণেই অনেকে বলেন, প্রেমে পড়া আর নেশা করা একই। সেরোটোনিন নামে এক ধরণের হরমোন আছে যা আমাদের মনের আনন্দ আর আবেগকে স্থির রাখে। প্রেমে পড়লে সেরোটোনিন কমে যায়। ফলে প্রেমিক-প্রেমিকার আবেগ সংবরণ কষ্টসাধ্য হয়ে পড়ে।

তারা তখন ভালোবাসার মানুষটিকে ছাড়া আর কিছু ভাবতেই পারেনা।
তবে প্রেমের যে পর্যায়ে বুক ধড়ফড় করে, হাত ঘামায় তখন অ্যাড্রেনালিন নামের একটা হরমোনও খুব বেড়ে যায়। এই হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধা কমে যায়। কম খাওয়া-দাওয়া করার ফলে শরীর দ্রুত ভেঙে পড়তে থাকে।প্রেমে পড়ার তিন-চার মাস পর সাধারণত সম্পর্কে একটা স্থিতি আসে। তখন শুরু হয় আরেক হরমোন অকসিটোসিনের কাজ।

এই হরমোন দেহে বিশেষ বিশেষ মুহূ্র্তে, যেমন মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তখন তৈরি হয়। এই হরমোনের কারণে দু-জনের সম্পর্কটা আরেও ঘনিষ্ঠ হয়। প্রেমিক-প্রেমিকা যখন চুম্বন করেন, তখনও দুজনের শরীরে অকসিটোসিন তৈরি হয়। আর এভাবেই দুজন দীর্ঘস্থায়ী সম্পর্কের পথে এগিয়ে যান।

 সংগ্রহণ সূত্র ঃ- Click Here

কুকুর টুইট করে রাহুল গান্ধীর হয়ে! টুইট পালটা টুইটে টুইটার সরগরম




 
নয়াদিল্লি: হঠাৎ করে অস্বাভাবিক হারে  টুইটারে  তাঁর জনপ্রিয়তা বেড়ে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। রাশিয়া, কাজাখস্তানের জাল টুইটার হ্যান্ডলদের প্রতিও ইশারা করেছেন অনেকে।  কিন্তু রাহুল গাঁধীর বলছেন অন্য কথা।
তাঁর পোষা কুকুরের একটি ভিডিও পোষ্ট করে তিনি বলেছেন- তাঁর বক্তব্য, পোষা কুকুরটিই  টুইট করে তাঁর হয়ে।
ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি কুকুরকে নমস্কার করতে বলছেন, কুকুরও দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে তাঁর নির্দেশ পালন করছে।
রাহুল লিখেছেন, লোকে জানতে চাইছে, এর হয়ে টুইট করে কে… আমি তো এ ব্যাপারে পরিষ্কার, আমিই করি… আমি পিডি। আমি ওর থেকে অনেক কুল। দেখ আমি টুইট নিয়ে কী করতে পারি… উপস… ট্রিট নিয়ে!

=>>>>>> ৭৫ বছরের বৃদ্ধা ধর্ষিতা !!





রাহুলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করতে পিছিয়ে রইলেন না  অসমের প্রাক্তন কংগ্রেস নেতা ও বর্তমান  বিজেপির মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি  টুইট করে বলেন, এই পিডিকে তিনি ভালই চেনেন, যখনই তাঁরা রাহুলের সঙ্গে রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করতে যেতেন, তিনি কুকুরকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত হয়ে পড়তেন।




এই নিয়ে শুরু হয়ে যায় আর এক দফা হইচই।জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেস সহ সভাপতির টুইটার হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছে। আচমকা এই বৃদ্ধিতে অনেকেই ভুরু কুঁচকেছেন। রাহুল সমালোচকদের দাবি, তাঁর অনেক ফলোয়ারই অক্টোবরে টুইটারে যোগ দিয়েছেন, একটাও টুইট করেননি। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, রাশিয়া, কাজাখ ও ইন্দোনেশিয়া থেকে কৃত্রিমভাবে তাঁর টুইট রিটুইট করা হচ্ছে।

 আরো পড়ুন-  Click Here


বিশ্ববিদ্যালয়ে সর্দার পটেলের জন্মদিবস পালনের নির্দেশ কেন্দ্রের


কলকাতা: এবার সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস পালন নিয়েও কেন্দ্রের সঙ্গে নয়া সংঘাতে জড়াল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশকে উদ্ধৃত করে ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি। বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর, মঙ্গলবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পটেলের জন্মদিবস পালন করতে হবে। গ্রাম শহরের পড়ুয়াদের সংহতি দৌড়ে অংশ নিতে হবে। ঐক্যকে থিম করে নাটক ও গান করতে হবে। আজকের ভারতে পটেলের গুরুত্ব নিয়ে লিখতে হবে রচনা। পাশাপাশি, স্বাধীনতা সংগ্রামীদের সম্বর্ধনার ব্যবস্থা করতে হবে। এখানেই শেষ নয়, অনুষ্ঠানের ছবি তুলে ই-মেল করতে হবে। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ রাজ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে কোনও সম্মান জানানো যায় না। ছবি তুলে পাঠানোর কথা মানতেও চায় না রাজ্য।
প্রসঙ্গত, ৩০ তারিখ স্কুলে স্কুলে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই প্রেক্ষিতে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বল্লভভাই পলেটের জন্মদিন সরকার নিজের মতো করে পালন করবে। তার জন্য কেন্দ্রের নির্দেশ দরকার নেই।
কেন্দ্র-রাজ্য এই সংঘাত অবশ্য প্রথম নয়। শিক্ষক দিবস পালন থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শোনানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার নিয়েও অতীতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে গিয়েছে রাজ্য। এবার স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী বল্লভভাই পটেলের জন্মদিন পালন নিয়েও সংঘাত।

সূত্রClick here

আরও পড়ুন---    ৭৫ বছরের বৃদ্ধা ধর্ষিতা !!

৭৫ বছরের বৃদ্ধা ধর্ষিতা !!



নবদ্বীপ: রানাঘাটের পর এবার নবদ্বীপ। ফের আশ্রমের মধ্যেই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা বছর পঁচাত্তরের এক বৃদ্ধার দাবি, গত ২১ তারিখ পোড়াঘাটের একটি আশ্রমে তাঁকে ধর্ষণ গোপাল মহারাজ নামে সেখানকারই এক কর্মী। অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে আশ্রমের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ

সূত্র-- Click Here

আরও পড়ুন -   গোটা একটা গ্রামের সকলেই জন্মেছে পয়লা জানুয়ারীতে !

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...